‘প্রাক্তন’-এর সঙ্গে দেখলেন সিনেমা- একসঙ্গে বৃষ্টিতেও ভিজলেন অভিনেতা সুদীপ

‘আমি আবার ক্লান্ত পথচারী/ এই কাঁটার মুকুট লাগে ভারী/ গেছে জীবন দু’দিকে দু’জনারই/ মেনে নিলেও কি মেনে নিতে পারি’…
অনুপমের বিখ্যাত গান। এই জীবনটাই কি সুদীপ মুখোপাধ্যায়ের! যেখানে ‘আলাদা-আলাদা’ বলেও এক হয়ে যাওয়ার ইচ্ছেটা বেঁচে আছে দিব্যি! না হলে স্ত্রী পৃথার সঙ্গে দূরত্বের কথা স্বীকার করেও, কেনই বা একসঙ্গে সিনেমা দেখতে যাবেন, কেনই বা বৃষ্টির কলকাতায় এক ছাতার তলায় এসে দাঁড়াবেন! বিচ্ছেদের খবরের মধ্যেই সুদীপ-পৃথা মুখোমুখি, পাশাপাশি-কাছাকাছি। হাসি মুখে ফ্রেমবন্দি হন দু’জনেই। আসলে, দেখতে গিয়েছিলেন ‘রাস’ ছবির প্রিমিয়ার। যেখানে সুদীপ গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। ‘প্রাক্তন’ স্বামীর অভিনয় দেখতেই সিনেমার প্রিমিয়ারে হাজির হন পৃথা চক্রবর্তী। পুরো সিনেমাটাই দেখেন। এরপর পৃথা চা খেতে গেলে মুষলধারার বৃষ্টিতে সঙ্গ দেন সুদীপ।

এপ্রিল মাসের প্রথম দিকে সুদীপের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে সমাজমাধ্যমে তোলপাড় ফেলে দেন পৃথা। সুদীপও প্রথমটায় ‘রসিকতা’ বললেও, নিজেদের দূরত্বের কথা স্বীকার করে নেন। কিন্তু বিচ্ছেদের পর তাঁদের ঘনিষ্ঠতা অনেকের মনেই প্রশ্ন তৈরি করেছে। কারণ এই তো প্রথম নয়, এর আগেও ছেলের জন্মদিনে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। আডিশন-এই তাদের জুটিকে না ভাঙার আর্জি জানিয়েছিলেন অনুরাগীরা। প্রত্যেকেই প্রায় একসঙ্গে থাকার অনুরোধ করেন অভিনেতাকে এবং পৃথাকে। এই বিষয়ে নিয়ে জানতে চাওয়া হলে আডিশনের সঙ্গে আড্ডায় অভিনেতা জানান, ‘পৃথা এখনও আমার প্রিয়। বিচ্ছেদ হয়েছে মানেই আমরা দু’জন দুপ্রান্তে চলে যাইনি।’
তবে কি দূরত্ব এবং বিচ্ছেদ ভুলে রিয়েল লাইফে আবার কাছাকাছি আসছেন এই জুটি? না শুধুই বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তাঁরা? যদি তাই হবে তাঁদের ছেলেই কি এই বন্ধুত্বের কারণ? এই সব উত্তর এখন সময়ের অপেক্ষা, কিন্তু সুদীপ এবং পৃথাকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।