টানা ১৪ ঘণ্টা ধরে অপারেশন দীপিকার, এখন কেমন আছেন অভিনেত্রী?

0




শনিবার পালিত হচ্ছে ঈদ। তার আগেই স্বস্তি বলিউড অভিনেত্রী দীপিকা কক্করের পরিবারে। টানা ১৪ ঘণ্টা ধরে জটিল অপারেশনের পর আইসিইউ থেকে বের করা হয়েছে অভিনেত্রীকে। টানা তিনদিন ছিলেন আইসিইউতে।সম্প্রতি ইউটিউবে নতুন একটি ভিডিওতে দীপিকার স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়েছেন স্বামী তথা টেলিভিশন তারকা শোয়েব ইব্রাহিম। যেখানে জানিয়েছেন, ৩ জুন ১৪ ঘণ্টা ধরে অপারেশনের পর, তিনদিন আইসিইউতে রাখার পর জেনারেল কেবিনে স্থানান্তরিত করা হয় দীপিকাকে। শোয়েব আরও জানিয়েছেন, ধীরে ধীরে দীপিকার স্বাস্থ্যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে৷ দীপিকার অস্ত্রোপচার নিয়ে কথা বলতে গিয়ে শোয়েব জানান, তিনি ও পরিবারের সবাই ভীষণ চিন্তিত ছিলেন। শোয়েব বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছিল সার্জারি করতে অনেকটা সময় লাগবে। তাকে হাসপাতালে ভর্তি করা হয় সকাল ৮টা ৩০ মিনিটে। ওটিতে নিয়ে যাওয়া হয় ১১.৩০ টায়। সন্ধে ৬ থেকে ৭টা নাগাদ আমাদের চিন্তা বাড়তে থাকে। এতক্ষণ ধরে কোনও অস্ত্রোপচার হচ্ছে আমরা দেখিনি। ওটি থেকেও কোনও নার্স-চিকিৎসকদের কোনও খবর পাচ্ছিলাম না।

তারপর চিকিৎসকরা জানান, অপারেশন সফল হয়েছে।’ শোয়েব আরো বলেন, ‘অস্ত্রোপচারে চিকিৎসকরা দীপিকার গলব্লাডারে স্টোন দেখতে পান। ফলে তারা সেটাও বের করেন। লিভারের একটা ছোট অংশ কাটতে হয়েছে কারণ সেখানে ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টা ঠিক হয়ে যাবে। চিন্তার বিষয় নেই।’ গত মাসে, যকৃতে টিউমার ধরা পড়ে দীপিকার। এরমধ্যেই চিন্তা বাড়িয়ে দেয়, সেখানে থাবা বসিয়েছে ক্যানসার। দীপিকা জানান স্টেজ ২ লিভার ক্যান্সারে আক্রান্ত তিনি৷ চিকিৎসকরাই দ্রুত অপারেশনের কথা জানিয়েছিলেন। ‘সসুরাল সিমার কা’ ধারাবাহিক থেকে জনপ্রিয় হন দীপিকা৷ অভিনেত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন সেই প্রার্থনা অনুরাগীদেরও৷ দীপিকার সন্তানের বয়স এক বছরও হয়নি। স্বাভাবিকভাবেই মাতৃদুগ্ধই ভরসা তাঁর। তবে এই মুহূর্তে একরত্তিকে স্তন্যপান করানোর থেকে বিরত থাকতে হবে অভিনেত্রীকে। পরিবারের অন্যান্য সদস্যদের মাঝেই বড় হচ্ছে সে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *