তিন ম্যাচের মধ্যে ২ ম্যাচের হার কেকেআরের, ঘরের মাঠেই জয়ে ফিরল মুম্বই

0

স্পোর্টস ডেস্ক: সুপার ফ্লপ ব্যাটিং, সেইসঙ্গে বোলিং। মুম্বইতে গিয়ে মন ভাঙল নাইট ভক্তদের। প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে প্রথম তিন ম্যাচের মধ্যে দ্বিতীয়বার হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। ৪৩ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল হার্দিক পান্ডিয়ার মুম্বই। কেকেআর প্রথমে ব্যাট করে ১৬.২ ওভারে মাত্র ১১৬ রান করেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মুম্বই। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান।

উইল জ্যাকস করেন ১৬ রান। টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব ৯ বলে ২৭ রান ও রায়ান রিকেলটন ৪১ বলে ৬২ রানে ম্যাচ জিতিয়ে ফেরেন। মুম্বইয়ের সঙ্গে শেষ দুই সাক্ষাতেই জিতেছিল কেকেআর। অথচ এদিন পুরো উল্টো ছবি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটানো অশ্বিনী কুমার ২৪ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ডও গড়েন। প্রথম ভারতীয় বোলার হলেন অশ্বিনী, যিনি অভিষেকে চার উইকেট পেলেন। শুরু থেকেই ব্যাটিংয়ে ধ্বস নামে ব্যাটিংয়ে। প্রথম ওভারেই শূন্য হাতে ফিরে যান সুনীল নারিন। ১ রানে ১ উইকেট হারানোর পর, ২ রানে দ্বিতীয় উইকেটও হারায় কেকেআর। ১ রানে ফিরে যান কুইন্টন ডি’কক। ক্যাপ্টেন রাহানে ১১ রানে।

তিন ম্যাচের মধ্যে ২ ম্যাচের হার কেকেআরের

সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার ৩ রানের বেশি করতে পারেননি। প্রথম ৬ ওভারের মধ্যে ৪১ রানে ৪ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে নাইটরা। কেকেআরের নয়নের মণি রিঙ্কু সিংও বিপদে ১৭ রানের বেশি তুলতে পারেননি। মণীশ পাণ্ডে করেন ১৯ রান। রাসেল ৫ রানের বেশি যোগ করতে পারেননি। কেকেআরের পক্ষে সর্বোচ্চ রান অংকৃশ রঘুবংশীর (২৬)। শেষ দিকে রমনদীপ সিং (২২) চালিয়ে খেলে কিছুটা মানরক্ষা করার চেষ্টা করেন। কিন্তু তাতে জয় আসেনি। ২৩ বছরের এই বাঁ-হাতি পেসার অশ্বিনী কুমারের শিকার হন অজিঙ্কা হারানে, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *