লাল লেহঙ্গায় ‘ব্রাইড’ নুজহত, বোনের বিয়ে কেমন কাটালেন নুসরত? অদেখা ছবি এল প্রকাশ্যে
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত এপ্রিল মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন নুসরত জাহানের বোন নুজহত জাহান। বোনের বিয়ে, দিদি যাবে না, তা হতে পারে! ‘আড়ি’র ছবির প্রচারের ফাঁকেই সেই সময় বিয়ের আসরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। হলদির অনুষ্ঠান থেকে শুরু করে ছাদনাতলা পর্যন্ত বোনের প্রতি মুহূর্তের সঙ্গী হয়েছিলেন তিনি। উপস্থিত ছিলেন যশ দাশগুপ্তও।

প্রায় দেড় মাসের মাথায় কিছু অদেখা মুহূর্ত প্রকাশ্যে আনল যশরতের এক ফ্যান পেজ। নুসরতের বোন বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক করণ কাপুরকে। বিয়েতে নুজহত পরেছিলেন লাল রঙের লহেঙ্গা। খোলা চুল, গলায় মালা এবং মানানসই গয়নায় নববূধুর থেকে যেন চোখ ফেরানো দায়। অন্য দিকে নুসরতের পরনে ছিল আইভরি রঙের শাড়ি। দিদি-বোনের দারুণ মুহূর্ত বন্দি হয়েছে ক্যামেরার লেন্সে।

সমাজমাধ্যমে যশ এবং নবদম্পতির সঙ্গে ছবি পোস্ট করে নুসরত লিখেছিলেন, ‘আমার হৃদয় পরিপূর্ণ। আমার ছোট্ট বোন তাঁর প্রিন্স চার্মিংকে পেয়ে গিয়েছে, পরিবারে স্বাগত করণ কাপুর।’ যশও বিয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
