সর্বস্ব খুইয়ে সর্বস্বান্ত পূজা! ‘শূন্য থেকে শুরু করতে হবে’, চিন্তার হাত স্বামী কুণালের কপালেও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পরিচিত মানুষের কাছ থেকেই ঠকলেন পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল বর্মা। টলিউড এবং বলিউড, দুই ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় মুখ পূজা। এক সময় চুটিয়ে কাজ করেছেন দেব, সোহম চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন তিনি। হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ এই নায়িকা এ বার নিজের কাছের মানুষের কাছ থেকেই প্রতারিত হলেন।
আর্থিক কেলেঙ্কারির শিকার হয়েছেন পূজা এবং স্বামী কুণাল। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একেবারে শূন্য হয়ে গিয়েছেন। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। যেন পরিবারের সদস্য। সম্প্রতি পূজা জানান, সেই ‘বন্ধু’র জন্যেই সব টাকা খোয়া গেল।
পূজা বলেন, “বিগত দুই-তিন মাস আমাদের জন্য খুব কঠিন একটা সময় ছিল। আমাদের জানা নেই, এর পর কী হবে আমাদের সঙ্গে। আমরা আর্থিক কেলেঙ্কারির শিকার হয়েছি আর আমাদের বিরাট অঙ্কের টানা খোয়া গিয়েছে।’

এত কিছুর পর ভেঙে পড়লেও হার মানতে নারাজ অভিনেত্রী। তিনি বলেন, “আমাদের সব শূন্য থেকে শুরু করতে হবে এ বার। তবে আমরা হার মানব না। আমরা হার মানতে চাই না। আমরা আমাদের সব জমানো টাকা খুইয়ে ফেলেছি। আমাদের জন্য প্রার্থনা করুন। ভগবানের উপর আস্থা আছে আমাদের।”
কুণাল বলেন, “আমরা এমন একটি শিল্পের অংশ যেখানে আমাদের জীবিকা তোমাদের সকলের সঙ্গে যুক্ত। যদি আমাদের কাজ তোমাদের সকলের নজরে না থাকে, তা হলে এর কোন মূল্য নেই। তোমাদের সবাই আমাদের পরিবারের মতো। সকলের জানা উচিত যে আমরা কারও দ্বারা প্রতারিত হয়েছি।”
এত বছরের পরিচিত মানুষের থেকে প্রতারণা মেনে নিতে পারছেন না কুণাল এবং পূজা, কেউই। কুণাল বলেন, “যখন আপনি গত তিন বছর ধরে কাউকে বিশ্বাস করেন। সে ধীরে ধীরে আপনার ঘর এবং পরিবারের অংশ হয়ে ওঠে।” তার পরেই পূজা যোগ করেন, “আমরা মানসিকভাবে খুব আঘাত পেয়েছি। কুণালও গভীরভাবে শোকাহত। তবে আমরা ভেঙে পড়ব না।” যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি এবং টাকার অঙ্কের কথাও উল্লেখ করেনি।