অতিরিক্ত টিকিটের জন্য ক্রমাগত ‘হুমকি’,  মাঠ ছাড়ার কথা ভাবছে অরেঞ্জ আর্মিরা, হবে তদন্ত

0




বিতর্কের মাঝেই কলকাতায় চলে এসেছে অরেঞ্জ আর্মি।তিন ম্যাচের মধ্যেই ২ ম্যাচ হারতে হয়েছে এবার কাব্য মারানের দল সানরাইজার্স হায়দরাবাদকে। খেলার খারাপ ফর্মের পাশাপাশি খেলার বাইরেও বিতর্কে জর্জরিত হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। নিজের ঘরের মাঠে টিকিট নিয়ে নাকি রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে বলেই অভিযোগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। দেওয়া হচ্ছে হুমকিও। আর এই অভিযোগ করা হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। যে বিতর্কে হস্তক্ষেপ করতে হয়েছে তেলেঙ্গানা সরকারকে। কারণ, এই বিতর্কের জেরেই স্টেডিয়াম ছেড়ে যাওয়ারও হুমকি দিয়েছে সানরাইজার্স।
আইপিএল ফ্র্যাঞ্চাইজির অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। অভিযোগ, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এত বিপুল পরিমাণ টিকিট চেয়ে হুমকি দিয়েছে, তা দিতে না পারায় গ্যালারির একাংশ বন্ধ রেখেছিল নাকি ক্রিকেট সংস্থা। ফ্রাঞ্চাইজির দাবি, অতিরিক্ত কমপ্লিমেন্টারি টিকিটের জন্য নাকি রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে।  সানরাইজার্স হায়দরাবাদের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি চিঠি লিখেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সি জে শ্রীনিবাস রাওকে।  সানরাইজার্স কর্তৃপক্ষ চিঠি দিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে, এমন আচরণ মোটেও বরদাস্ত করা হবে না। হায়দরাবাদ জানিয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে ঘরের মাঠ বদলে ফেলবে তারা। অন্য কোনও রাজ্যে নিজেদের ঘরের ম্যাচ খেলবে হায়দরাবাদ। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় এক ওয়েবসাইটের খবর, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর দফতর ও বিসিসিআই-কে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শ্রীনাথ টিবি বলেন, ‘গত ১২ বছর ধরে আমরা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছি। কিন্তু গত দুই মরসুম ধরে আমরা তাদের সঙ্গে ক্রমাগত সমস্যার সম্মুখীন হচ্ছি এবং হয়রানির শিকার হচ্ছি।’ যদিও বিতর্ক বাড়ায় ঘটনার দায় সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নাকি জানিয়ে দিয়েছেন, গোটা ঘটনায় যদি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা দোষী প্রমাণিত হয়, সেক্ষেত্রে রাজ্য ক্রিকেট সংস্থাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে। এই বিষয়ে তেলাঙ্গানা সরকার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। সরকার একজন কর্মকর্তাকে এই বিষয়ে নিয়োগ করেছে তদন্ত করার জন্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *