এক সময়ে বিবাহবিচ্ছেদের গুঞ্জন, ঝামেলা মিটিয়ে দ্বিতীয়বার মা হলেন মানসী সেনগুপ্ত
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একসময়ে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন ভেবেছিলেন। ব্যক্তিগত জীবনে কম ঝড় যায়নি অভিনেত্রী মানসী সেনগুপ্তের। তবে সমস্ত ঝামেলা ভুলে আবারও নতুন করে মায়ের ভূমিকায় তিনি। বুধবার দ্বিতীয়বার মা হলেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী। বছর সাতেকের এক কন্যাসন্তান আছে তাঁর। এ বার কোলে এল পুত্রসন্তান।
বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সদ্যই শেষ হয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। সেখানে মৌমিতার চরিত্রে অনুরাগীদের নজর কেড়েছিলেন তিনি। ধারাবাহিক শেষ হতেই সুখবর দিলেন তিনি।

মা হওয়ার সুখবর তো এসেছিল আগেই। এমনকি ৭ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেই গাড়ি চালিয়ে নিজের সাধের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মানসী। সন্তান ভূমিষ্ঠ হতে সমাজমাধ্যমে নিজেই জানালেন সুখবর। একটি হৃদয়ের মধ্যে দুটি ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। ছবির উপর লেখা, ‘ইটস আ বয়’! তারকা থেকে অনুরাগী সদ্য মাকে শুভেচ্ছা এবং ভালবাসায় ভরিয়েছেন সকলেই।