‘ছবি নাকি ‘টয়লেট: এক…’ কোনও নাম হল এটা?’ অক্ষয়কে নিশানা জয়ার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: নেটিজেনদের কাছে জয়া বচ্চনের ভাবমূর্তি সব ক্ষেত্রে খুব ভাল না বললেই চলে। ছবিশিকারিদের ক্যামেরা দেখে বহুবারই মেজাজ হারাতে দেখা গিয়েছে অভিনেত্রী তথা সাংসদকে। এমনকি কোনও অনুরাগী নিজস্বী তুলতে এসেও ধমক খেয়েছেন তাঁর কাছে। এ বার জয়ার নিশানায় বলিউডেরই অভিনেতা। তিনি আর কেউ নন, ইন্ডাস্ট্রির ‘খিলাড়ি’ অক্ষয় কুমার।

তবে অভিনেতাকে সরাসরি আক্রমণ করেননি তিনি। এক আলোচনা সভায় অক্ষয় অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিকে ঘিরে ক্ষোভ উগড়ে দিতে দেখা গেল জয়া বচ্চনকে। এক সময়ে বক্স অফিসে যথেষ্ট সাড়া ফেলেছিল এই ছবি। তবে জয়ার আপত্তি রয়েছে এই ছবিকে ঘিরে। বর্ষীয়ান অভিনেত্রীর মতে, এই ছবি নাকি চূড়ান্ত অসফল। ছবির নামও নাকি মোটেও পছন্দের নয় তাঁর। তিনি বলেন, “ছবির নামটা দেখুন। যে ছবির নাম এমন, তা আমি কখনওই দেখব না। এটা একটা নাম হল?” এখানেই শেষ নয়। জয়া আরও বলেন, “এমন ছবি হয়তো এত লোকের মাঝে চার জন দেখবে। সত্যিই খুব দুঃখজনক। একেবারেই অসফল ছবি এটি।”

২০১৭ সালে মুক্তি পেয়েছিল শ্রী নারায়ণ সিং পরিচালিত ‘টয়লেট: এক প্রেম কথা’। মজার বিষয় হল, ছবিতে অক্ষয়ের বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর। যাঁর চরিত্রের নামও ছিল ‘জয়া’। অক্ষয় অভিনীত ‘কেশব’ চরিত্রের সঙ্গে বিয়ে হয় জয়ার। কিন্তু কেশবের বা়ড়িতে কোনও শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে। তখনই নায়ক সিদ্ধান্ত নেয়, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। কিন্তু বিষয়টি মোটেও সহজ ছিল না সেই সমাজে। এই ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয় ছবির গল্প।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *