হাসপাতাল থেকে বাড়ি ফিরল রাহুল-প্রীতির কন্যা, জ্বর সারার পর এখন কেমন আছে আয়রা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল প্রীতি বিশ্বাস এবং রাহুল মজুমদারের কন্যা আয়রা। গায়ে ধুম জ্বর। নিজেকে সামলাতে না পেরে সমাজমাধ্যমে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। যদিও জানিয়েছিলেন, আগের থেকে তুলনায় অনেকটাই সুস্থ তাঁর কন্যা। এখন স্বস্তির বিষয় হল, বুধবার, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আয়রা। যদিও আডিশনকে আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, বুধবারই আয়রাকে ছেড়ে দিতে পারে হাসপাতাল।
খবর পাওয়ার পরেই প্রীতির সঙ্গে যোগাযোগ করেছিল আডিশন। অভিনেত্রী বুধবার সকালেই মেসেজ করে জানিয়েছিলেন, ‘আগের থেকে জ্বরটা আর আসেনি। মেয়ে এখন ভাল আছে। তবে এত স্যালাইন, অ্যান্টিয়াবায়োটিক চলেছে তো শরীরে। তাই অনেকটাই দুর্বল এখন। আশা করছি তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনতে পারব আয়রাকে।” অভিনেত্রী জানিয়েছিলেন, জ্বর না এলেও সর্দি-কাশি পুরোপুরি এখনও নির্মূল হয়নি। জানা গেল, এ দিন দুপুরেই মেয়েকে বাড়ি নিয়ে এসেছেন অভিনেত্রী।
এক বছরও পূর্ণ হয়নি মেয়ের বয়স। ছোট্ট আয়রাকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী প্রীতি এবং রাহুলের। তবে বিগত কয়েক দিন যেন দুঃস্বপ্নের মতোই কেটেছে তাঁদের। মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্ট দেন অভিনেত্রী। লেখেন, ‘আজ ৩ দিন হল আমার আয়রা হাসপাতালে ভর্তি। হঠাৎ ধুম জ্বর আসে ওর। তাই ওকে ভর্তি করাতে হয়। তোমরা সবাই ওকে খুব ভালবাসো তাই জানালাম।’