আলিয়ার আগেও বিয়ে করেছিলেন রণবীর! কে অভিনেতার এই ‘প্রথম স্ত্রী’?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের ‘পাওয়ার কপল’ তাঁরা। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের জুটি বরাবরই নজর কেড়েছে অনুরাগীদের। কিন্তু জানেন কি, আলিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে অন্য এক তরুণীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণবীর?

এই কথা সামনে আসতেই চক্ষু চড়কগাছ অনুরাগীদের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর জানান, তাঁর নিরাপত্তারক্ষীদের থেকে তিনি জানতে পারেন, যখন কাজের জন্য বাইরে ছিলেন, একজন অজ্ঞাত পরিচয়ের মহিলা তাঁর বাড়ির সামনে পুরোহিত নিয়ে আসেন। এখানেই শেষ নয়, বিয়ের সব আচার অনুষ্ঠানও পালন করেন তিনি। ‘রকস্টার’ খ্যাত অভিনেতা জানান, আলিয়ার সঙ্গে বিয়ে হওয়ার আগে এই ঘটনাটি ঘটেছিল। সেই সঙ্গে মজা করে বলেন, ‘আমি এখনও আমার প্রথম স্ত্রীকে নিজের চোখেই দেখিনি। একবার হলেও তাঁকে নিজের চোখে দেখতে চাই অপেক্ষায় থাকলাম।’

২০২২ এর ১৪ এপ্রিল আলিয়ার সঙ্গে বিয়ে সারেন ঋষি-পুত্র। সেই বছরেই তাঁদের জীবনে আসে তাঁদের কন্যা রাহা। বলিউডের বেশ চর্চিত জুটি আলিয়া-রণবীর। যদিও বিটাউনের অনেক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। তবে সব অতীত ভুলে সুখে সংসার করছেন স্ত্রী আলিয়া এবং মেয়ে রাহাকে নিয়ে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *