মধ্যরাতে সেলিব্রেশন, কাজ থেকে ছুটি, জন্মদিনে লুচি-সাদা আলুর তরকারিতে মজলেন রণজয়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: সারাবছর কাজের মধ্যে ডুবে থাকলেও বছরের এই একটা দিন তাঁর নিজের জন্য। জন্মদিন বলে কথা! আরও একধাপ বয়স বাড়ল অভিনেতা রণজয় বিষ্ণুর। ক্যালেন্ডার বলছে, ২২ মার্চ, শনিবার তাঁর জন্মদিন। অভিনেতাকে শুভেচ্ছা জানাতে যোগাযোগ করা হয়েছিল আডিশনের তরফে। কেমন ভাবে কাটাবেন আজকের দিনটা? প্রশ্ন করতেই একগাল হাসি নিয়ে রণজয় জানান, গত শুক্রবার মধ্যরাত থেকেই শুরু হয়ে গিয়েছে উদযাপন। অভিনেতা বলেন, “গতকাল রাতে আমার খুব কাছের কিছু বন্ধুরা এসেছিল। আমি ঘুণাক্ষরেও টের পাইনি। শুটিং থেকে বাড়ি ফিরে দেখি বিরাট আয়োজন। ওদের সঙ্গে আনন্দ করতে করতে ঘুমিয়েছিও দেরিতে।”

অভিনেতা জানান, প্রতি বছরই এই দিনে শুটিং থেকে ছুটি নেন তিনি। সাধারণত কীভাবে কাটে সারাদিনটা? রণজয় বলেন, “জন্মদিনের সকালে একটু দেরি করেই চোখটা খোলে। তারপর জমিয়ে ব্রেকফাস্ট। এ বার জিম যাব। তারপর পুজো দিতে বেরবো। ফিরে এসে খানিকক্ষণ পড়াশোনা। ফেসবুক লাইভেও যেতে পারি সন্ধের দিকে। আর তারপর সারারাতটা কাটবে আমার খুব কাছের বন্ধুবান্ধবদের নিয়ে। এটাই তো আনন্দের।” রণজয় কি উদযাপনে বিশ্বাসী? নাকি এমনভাবেই জন্মদিনটা কাটান প্রতিবছর? অভিনেতার কথায়, “আমি বরাবরই একইরকম।”

কাজের স্বার্থে সারাবছরই কড়া ডায়েটে থাকতে হয় রণজয়কে। জন্মদিনেও কি একই নিয়ম প্রযোজ্য? তিনি বলেন, “আগের দিন থেকেই তো জমিয়ে খাওয়াদাওয়া চলছে। সবেমাত্র লুচি খেয়ে উঠলাম।” বিশেষ দিনের বিশেষ মেনু কী? অভিনেতা জানান, “দিনের শুরুটাই হয়েছে লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে। জিম থেকে আসার পরেই পাতে পড়বে বিভিন্ন ধরনের বাঙালি পদ।” অভিনেতার সবচেয়ে পছন্দের বাঙালি খাবার কোনটি? রণজয়ের সোজাসাপটা জবাব, “ডাল, ভাত আর আলুভাজা। এছাড়াও ট্যাংরা মাছের পাতলা ঝোল, মোচা, কচু দিতে নানা পদ- সবই পছন্দের।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *