একদিকে বৃষ্টির ভ্রূকুটি, অন্যদিকে টিকিটের হাহাকার, বাড়ছে কালোবাজারি

0


সৌজন্য টিকিট? সে কে দেবে! টাকা দিয়ে টিকিট? সেই বা কে দেবে? কাউন্টারে ৩৫০০ টাকার নীচে টিকিট বিক্রিই হচ্ছে না। যা মধ্যবিত্তের কাছে ছ্যাঁকা লাগছে কিনতে গেলে। অনলাইনেও হাউজফুল ব্যাপার। কোথায় মিলবে টিকিট? দীর্ঘদিন পর আইপিএলের উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেন্সে। হবে জমকালো উদ্বোধনও। শ্রেয়া ঘোষালের গান, দিশা পাটানির নাচ শেষে বিরাট শো দেখা যাবে শনিবারের ক্রিকেট নন্দনকাননে।সেইসঙ্গে আসতে পারেন জয় শাহ থেকে শাহরুখ খান পর্যন্ত। কিন্তু তার একদিন আগেও হাজার হাজার সমর্থকদের হাহুতাশই শুধু। হাপিত্যেস করে ভিড় জমাচ্ছেন ইডেন চত্বরে। যদি মেলে টিকিট! এরমধ্যেই যদিও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কমপ্লিমেন্টারি থেকে ৯০০ টাকার টিকিট, বেশি দাম দিলেই মিলছে ব্ল্যাকে। দামের কোনও উর্দ্ধসীমা নেই। যে যেভাবে পারছে।


একদিকে যখন ইডেন জুড়ে টিকিটের আকুতি, তখন ইডেন জুড়ে রয়েছে আশঙ্কার কালো মেঘও। এত দুর্লভ টিকিট যারা পেয়েছেন তারাও শান্তি পাচ্ছেন না আবহাওয়া দফতরের কথা শুনে। শনিবারই নাকি কলকাতা জুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা। কালবৈশাখীর সম্ভাবনার কথাই জানিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে কমলা সতর্কতা । আইএমডি জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতি থেকে রবিবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। জানা গেছে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৭৪ শতাংশ। আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ৯৭ শতাংশ। সন্ধেয় বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ৯০ শতাংশ। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় অবশ্য আশাবাদী ইডেনে ম্যাচ হওয়া নিয়ে। তিনি জানিয়েছেন, অবিরাম বৃষ্টি পড়লে আলাদা ব্যাপার। যদি বৃষ্টি থামে তাহলে আধঘণ্টার মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে উঠবে, সে ব্যাপারে নিশ্চিত।


এমনিতেই কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস এর মধ্যে আগামী ৬ এপ্রিল আইপিএলের ম্যাচ কলকাতার পরিবর্তে গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে।ওই  দিন শহরে রামনবমী উদযাপনের জন্য নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে, ফলে কলকাতায় ম্যাচ হলে পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এই কারণে ম্যাচ গুয়াহাটিতে সরানো হয়েছে বলে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়ে দিয়েছেন। ফলে, সেই ম্যাচ থেকেও বঞ্চিত হবেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *