বিশ্বের এক নম্বরকে হারিয়েই ক্লে কোর্টের নতুন রানি কোকো গফ

ফাইনালে বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়ের লড়াই। গোটা বিশ্ব মুখিয়ে ছিল কে জিতবে। তিন সেট ও ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে শেষে ট্রফিটা জিতলেন দুই নম্বর খেলোয়াড় কোকো গফ। পারলেন না এক নম্বর তারকা সাবালেঙ্কা। খেলার ফল ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৪ গেমে। কোকো গফ প্রথমবার জিতলেন ফরাসি ওপেন। আর এটা তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। গফ প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০২৩ সালে ইউএস ওপেনে। সেই ফাইনালেও গফের প্রতিপক্ষ ছিলেন বেলারুশ তারকা সাবালেঙ্কা। এবারেও একই প্রতিপক্ষকে পেয়ে লিখলেন ইতিহাস। সেরেনা উইলিয়ামস মার্কিন শেষ মহিলা টেনিস খেলোয়াড় যিনি জিতেছিলেন ফরাসি ওপেন। এবার তাঁর সঙ্গেই যোগ হল কোকো গফের নাম।

ইগা শিয়নটেককে হারিয়ে ফাইনালে উঠেছিলেন ‘লাল সুরকির রানি’ সাবালেঙ্কা। অন্যদিকে লস বোয়াসঁকে হারিয়ে উঠেছিলেন গফ। ২০২২ সালে ফরাসি ওপেনের ফাইনালে নেমেছিলেন কোকো। কিন্তু সেবার হেরে যান। এবার আর ভুল করেননি তিনি। প্রথম সেটে টানটান লড়াই। ৭৮ মিনিটের লড়াই শেষে টাই ব্রেকারে প্রথম সেটটি হেরে যান গফ। এরপরই কামব্যাক করেন ২১ বছরের মার্কিন তারকা।

পরপর দু সেট গফ জেতেন ৬-২, ৬-৪ ব্যবধানে। এর আগে এই দুই তারকা ১০ বার মুখোমুখি হয়েছিলেন। দু’জনই পাঁচ বার করে জেতেন। এবারের লড়াইয়ে কোকো জিতলেন। এর আগে তিন বছর এই ট্রফি দখলে ছিল ইগা শিয়নটেকের। এবার ক্লে কোর্টের নতুন রানি হলেন গফ। ম্যাচের পর গফ বলেছেন, ‘সত্যি করে বলতে আমি ভাবিনি এটা শেষ পর্যন্ত সম্ভব করতে পারবো।’ ব্যর্থ হলেও কোকো গফকে অভিনন্দন জানিয়েছেন সাবালেঙ্কা, তিনি বলেন, ‘এটা সত্যিই যন্ত্রণাদায়ক। তবে কোকোকে অভিনন্দন- সে আমার চেয়ে ভালো খেলোয়াড়।’