সম্পর্ক ভাঙলেও প্রেম অটুট! জন্মদিনে শাকিবকে ‘আমার নায়ক’ বললেন অপু, ‘মহারাজ’-এর তকমা বুবলীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিচ্ছেদ হলেও কি প্রেম মরে? শাকিব খানের জন্মদিনে যেন তারই প্রমাণ দিলেন দুই প্রাক্তন অপু বিশ্বাস এবং শবনম বুবলী। জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁদের আরও একটি পরিচয় রয়েছে। দু’জনেই অভিনেতার প্রাক্তন স্ত্রী এবং দুই সন্তানের মা। দুই পক্ষেরই দাবি, দু’জনের সঙ্গেই নাকি ভাল সম্পর্ক শাকিবের। এমনকি দুই ছেলের সব দায়িত্ব পালন করেন শাকিব। স্কুলে নিয়ে যাওয়া হোক কিংবা বিদেশে ঘুরতে নিয়ে যাওয়া, বাবার দায়িত্ব থেকে বরাবরই অনড় থেকেছেন অভিনেতা। তাঁর জন্মদিনে ‘আমার নায়ক’ বললেন প্রথম প্রাক্তন স্ত্রী অপু। কী লিখলেন দ্বিতীয়জন?

২৮ মার্চ, দুই বাংলার অন্যতম চর্চিত এবং বিতর্কিত নায়ক শাকিব খানের জন্মদিন। এ দিন, অপু বিশ্বাস ছবি পোস্ট করে তাঁর উদ্দেশে লিখলেন আদুরে বার্তা। ছবিতে দেখা যাচ্ছে সর্ষে ক্ষেতে একান্তে শাকিব এবং অপু। বোঝাই যাচ্ছে এটি কোনও সিনেমার দৃশ্য। নিজেদের ফ্রেমবন্দি মুহূর্ত পোস্ট করে নায়িকা লেখেন, ‘শুভ জন্মদিন লিভিং সুপারস্টার।’ সেই সঙ্গে ভালবাসার চিহ্ন এঁকে লেখেন, ‘আমার শাহরুখ খান’।

অন্যদিকে, ‘মহারাজ’-এর তকমা দিলেন বুবলী। শাকিবের একটি ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখলেন, ‘বাংলা চলচ্চিত্র জগতের মহারাজা। শুভ জন্মদিন শাকিব খান।’ অভিনেতাকে ঘিরে দুই প্রাক্তনের পোস্ট ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে নেটিজেনদের।