বুধে যাত্রা, পুজো দিয়েই মিশন সাকসেসের সংকল্প কেকেআরের, ব্র্যাভোর নতুন চমক!
স্পোর্টস ডেস্ক: গৌতম গম্ভীর জমানায় উইকেট পুজো করে শুরু হয়েছিল নাইটদের যাত্রা। শেষে চ্যাম্পিয়ন। এবার গম্ভীর নেই, কিন্তু রীতি রয়ে গেছে। এবারেও পুজো দিয়েই বুধে যাত্রা শুর করল কেকেআর। অনুশীলনের আগে উইকেট পুজো করলেন অজিঙ্কা রাহানে-চন্দ্রকান্ত পণ্ডিতরা। উইকেটে মালা পরানো হয়। তিনটি নারকেলও ফাটানো হয়। একটি ফাটান অজিঙ্কা রাহানে অন্যটি চন্দ্রকান্ত পণ্ডিত আর তৃতীয়টা ইডেনের পিচকিউরেটর সুজন মুখোপাধ্যায়।
প্রস্তুতি দেখতেই ইডেনে হাজির একঝাঁক কচিকাঁচা। বুধেই কলকাতায় এসে অনুশীলনে চলে এসেছেন আন্দ্রে রাসেল। সেইসঙ্গে এসে গেছেন সুনীল নারিন, রোভমান পাওয়েল, মঈন আলিরা। সবমিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রথম দিনের প্র্যাকটিস সেশন তারকা সমাবেশে জমজমাট। প্রথম দিন থেকেই সিরিয়াস যেন সবাই। ইডেনের নৈশালোকের আলোয় পুরোদমে প্র্যাকটিস চলে। নেটে বেশ কিছুক্ষণ ব্যাট করলেন অজিঙ্কা রাহানে, সুনীল নারিন, মঈন আলিরা। আলাদাভাবে ব্যাটিং অনুশীলন চালালেন রিঙ্কু সিংও। প্রথম দিনই ব্যাটে শান দিয়ে দিলেন আন্দ্রে রাসেল। নিলেন বিগ হিট। আনরিক নরখিয়া পুরোদমে বোলিং করলেন। অনুশীলন চলাকালীন মাঠের মাঝেই বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় অজিঙ্ক রাহানে এবং চন্দ্রকান্ত পণ্ডিতকে।

তবে প্রথম দিনই বিশেষ নজর কাড়লেন ব্রাভো। গম্ভীরের পরিবর্তে তিনি দলের মেন্টর হয়েছেন। কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ রয়েছেন এবারও শিবিরের সঙ্গে। বুধবারই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ। দলের সহকারী কোচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী গিবসন। আইপিএলে কেকেআর শিবিরকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন ডিজে ব্র্যাভো। কেকেআরের থিম সং ‘করব লড়ব জিতব রে’কেই নতুন রূপ দিচ্ছেন তিনি। উল্লেখ্য, একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া চার আন্তর্জাতিক ক্রিকেটার বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, গুরবাজ এবং স্পেনসার জনসন এই চারজন আগামী ১৭ বা ১৮ই মার্চের মধ্যে কলকাতায় চলে আসবেন। গত মরসুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল জিতেছিল কেকেআর। সেটা তৃতীয় জয়। এবার চারের লক্ষ্যে নতুন মরসুমে অজিঙ্কা রাহানের নেতৃত্বে খেলতে নামবে কেকেআর। নতুন মরসুমে রাসেল, নারিন, রাহানেরা শাহরুখকে কতটা স্বস্তি দেবেন তাই দেখার।