কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ সোনু, কন্নড় গান নিয়ে বিতর্কে নতুন কোন আইনি ফাঁপরে গায়ক?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন। সেখানেই বিতর্কে জড়ান সোনু নিগম। দর্শক আসন থেকে কন্নড় গান গাইতে বলার ‘হুকুম’ ভেসে আসতেই মেজাজ হারান গায়ক। এখানেই শেষ নয়, সোনু ডেকে আনেন পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গও। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

এখানেই শেষ নয়, এই ঘটনার সঙ্গে তিনি টেনে এনেছিলেন পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গও। কন্নড় গানের দাবি করা যুবকের উদ্দেশে তিনি বলেন, “পহেলগাঁওয়ে যা হয়েছে, তার অন্যতম কারণ হল এটাই।” উস্কে ওঠে বিতর্ক। একটি কন্নড়পন্থী সংগঠনের দ্বারা সোনুর বিরুদ্ধে বেঙ্গালুরু শহর জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এফআইআর বাতিলের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সোনু নিগম। এ দিন, কর্নাটক হাই কোর্টে মামলার শুনানি শুরু হয়। আবার পরবর্তী তারিখ ১৫ মে।

ঠিক কী হয়েছিল সেইদিন? সোনু হিন্দি গান গাইছিলেন মঞ্চে। এমন সময়ে শ্রোতামহল থেকে ভেসে আসে কন্নড় গান গাওয়ার আবদার। যা একেবারেই ভাল লাগেনি সঙ্গীতশিল্পীর। তিনি বলেছিলেন, “ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই সব কারণের জন্যেই পহেলগাঁওয়ের মতো ঘটনা ঘটে যায়।”

এর পরেই সোনুর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। অভিযোগ ছিল, ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে তিনি শত্রুতা তৈরি করার চেষ্টা করেছেন। বিতর্কের মাঝেই সমাজমাধ্যমে খোলা চিঠি লিখলেন গায়ক। লেখেন, ‘ শুধু কর্নাটকে থাকাকালীন নয়, বিশ্বের যে প্রান্তেই থাকি না কেন, কর্নাটকের প্রতি অগাধ ভালবাসা প্রকাশ করেছি। কন্নড় ভাষা, কর্নাটকের সংস্কৃতি, সঙ্গীতশিল্পী, ওই রাজ্য এবং সেখনকার লোকজনের প্রতি আমার ভালবাসা আছে।’ তাঁর কথায়, হিন্দি-সহ অন্যান্য ভাষার গানের তুলনায় কন্নড় ভাষার গানকে তিনি অনেক বেশি শ্রদ্ধা করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *