খুন না কি আত্মহত্যা? সুশান্তের মৃত্যু তদন্তে চূড়ান্ত রিপোর্ট জমা দিল সিবিআই
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের নিথর দেহ। এই একটা ঘটনা যেন নাড়া দিয়েছিল গোটা দেশকেই। এই ঘটনার পর কেটে গিয়েছে পাঁচটা বছর। তবুও ধোঁয়াশা যেন ছিলই।
সুশান্তের আকস্মিক মৃত্যু কি আত্মহত্যা ছিল না কি খুন, সেই প্রশ্নেরই চূড়ান্ত উত্তর দিল সিবিআই। শনিবার মুম্বই আদালতকে বলিউড অভিনেতার মৃত্যু মামলার অন্তিম রিপোর্ট জমা দিল তদন্তকারী সংস্থা।
আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। স্পষ্ট জানিয়ে দিল সিবিআই। প্রাথমিকভাবে, মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। অন্তিম রিপোর্টেও উঠে এল এই একই তথ্য।
সুশান্তের মতোই রহস্যে মোড়া তাঁর ম্যানেজার দিশা সালিয়ানের আকস্মিক মৃত্যুও। অভিনেতার মত্যুর ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল তাঁর আপ্তসহায়কের। সম্প্রতি নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন দিশার বাবা সতীশ সলিয়ান। তদন্ত চেয়ে বোম্বে হাই কোর্টে পিটিশন দায়ের করেছেন তিনি।
এই প্রসঙ্গে নতুন করে আবারও আলোচনায় শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে। আর্জি জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এমনকি দিশার অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্যই আবেদন করা হয়েছে। যদিও চুপ থাকেননি আদিত্য ঠাকরেও। তিনি বলেন, “গত পাঁচ বছর ধরেই আমার সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে। মামলা যদি আদালত অবধি গড়িয়ে থাকে, তবে যা কথা বলার তা আদালতেই বলব।”