জয়ার কথা শুনেই চোখে জল ঐশ্বর্যার! শাশুড়ি-বৌমার সম্পর্কের ‘তিক্ততা’ কোন নতুন মোড় নিল!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বচ্চন পরিবারের অন্দরমহল নিয়ে নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই। তবে এই কৌতূহল যে আরও তীব্র হয়েছে বিগত কয়েক বছর ধরেই। অভিষেক বচ্চনের এবং ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে বিচ্ছেদের গুঞ্জন থেকে শুরু করে জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্কে ফাটলের খবর, এই সবকিছুতেই যেন ইন্ধন জুগিয়েছে। ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের খবরে সিলমোহর না বসলেও, শাশুড়ি জয়ার সঙ্গে যে বচ্চন-বধূর বনিবনা হচ্ছে না, এই নিয়ে আলোচনা এখনও। জল্পনা, এই কারণেই নাকি বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন ঐশ্বর্যা।
তবে জানেন কি, শুরুর দিকে শাশুড়ি-বৌমার সম্পর্ক এত তিক্ত ছিল না। বহু অনুষ্ঠানে একাধিকবার একফ্রেমে ধরা দিয়েছেন তাঁরা। এমনকি একাধিক অনুষ্ঠানে তো একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হওয়া থেকেও আটকানো যেত না কাউকেই। তেমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ফের ভাইরাল। ২০০৭ সালের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিয়ো এটি। যেখানে পুত্রবধূকে সর্বসমক্ষেই প্রশংসায় ভরিয়েছিলেন জয়া।
তখনও গাঁটছড়া বাঁধেননি অভিষেক এবং ঐশ্বর্যা। পুরস্কার নেওয়ার সময়ে জয়া বলেছিলেন, “আমাকে এর আগেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু আমি সেই পুরস্কার গ্রহণ করিনি। আমি মনে করেছিলাম, এটা উপযুক্ত সময় নয়। কিন্তু আজ আমি এক অসাধারণ সুন্দরী ও ভাল মেয়ের শাশুড়ি হতে চলেছি। ওর মধ্যে মূল্যবোধ রয়েছে। নিজের সম্মান রাখতে জানে।” শাশুড়ির মুখে এমন কথা শুনে চোখে জল চলে এসেছিল দর্শকাসনে বসে থাকা ঐশ্বর্যার।