অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছেড়ে পরকীয়া! সন্তানের মৃত্যুতে পাঠান ২৫ হাজার টাকা, ওম পুরিকে নিয়ে বিস্ফোরক সীমা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নিজের অভিনয় দক্ষতায় যেমন অসংখ্য মানুষের কাছে প্রশংসিত হয়েছিলেন, তেমনই আলোচনায় ছিলেন তাঁর ব্যক্তিগত জীবনকে নিয়েও। তিনি আর কেউ নন, বরং জনপ্রিয় অভিনেতা ওম পুরি। ভাল-মন্দ মিলিয়ে, চর্চার অন্ত ছিল না বলিউডে। সম্প্রতি প্রয়াত অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন প্রাক্তন স্ত্রী সীমা কাপুর।
সীমার দাবি, দাম্পত্য জীবন নিয়ে একেবারেই সৎ ছিলেন না ওম। তিনি যখন অন্তঃসত্ত্বা, সেই সময়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন জনপ্রিয় তারকা। এমনকি তা নিজেই স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তিনি। ১৯৯১ সালে বিয়ের আট মাসের মাথায় সীমা এবং ওমের বিবাহবিচ্ছেদ হয়। সীমা জানান, সম্পর্কে থাকার সময়েই ওম সাংবাদিক নন্দিতা কাপুরের সঙ্গে পরকীয়ায় জড়ান। হলিউডের ছবি ‘সিটি অফ জয়’-এর শুটিংয়ের সময় নন্দিতার সঙ্গে ওমের আলাপ।
যদিও স্বামীর পরকীয়ার খবর জানতে পারার পরেও বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চাননি পরিচালক তথা লেখিকা সীমা কাপুর। তিনি বলেন, “আমি দিল্লিতে ছিলাম। এমন সময়ে ওম ফোন করে জানায়, ও নতুন সম্পর্কে আছে। আমি বিবাহবিচ্ছেদ চাইনি। ওদের সম্পর্ক মেনে নিয়েছিলাম। কিন্তু নন্দিতার নিরাপত্তাহীনতার কারণেই ও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল।” জানা যায়, তাঁদের বাড়িতে ওমের জন্য নন্দিতার দেওয়া প্রেমপত্রও নাকি খুঁজে পেয়েছিলেন সীমা।
দাম্পত্য জীবনে থাকাকালীন গার্হস্থ্য হিংসারও শিকার হয়েছিলেন প্রাক্তন স্ত্রী সীমা। প্রতি দিন মদ্যপান করে ঝগড়া করতেন নায়ক। সীমা এবং ওমের সন্তান জন্মের পরেই মারা যায়। সীমা বলেন, “সেই সময়ে সহকারীর হাতে আমাকে ২৫ হাজার টাকা পাঠায় ওম। আমি গ্রহণ করিনি।”