‘আমার জীবনের শেষ প্রেম’, একরত্তি কোলে মানসী, কী নাম রাখলেন পুত্র সন্তানের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক সময়ে দাম্পত্য জীবন থেকেই বেরিয়ে আসবেন ভেবেছিলেন, তবে সে সব এখন অতীত। দারুণভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সদ্যই কোলে এসেছে দ্বিতীয় সন্তান। বছর সাতেকের এক কন্যাসন্তান আছে তাঁর। আর এ বার কোলে পুত্রের আগমন। কী নাম রাখলেন একরত্তির?
এ দিন ফেসবুকে একটি আদুরে ছবি ভাগ করে নিলেন মানসী। পরম আদরে দুই হাতে ধরে রেখেছেন সদ্যোজাতকে। গালভরা হাসি নিয়ে তাকিয়ে তার দিকে। ক্যাপশনে লিখলেন, ‘চলো আলাপ করা যাক আমার ভালবাসার মানুষটার সঙ্গে। অধ্যায়। আমার জীবনের শেষ প্রেম!’ যদিও ‘অধ্যায়’ ছাড়াও খুদের একটি ডাক নামও আছে, ‘গোল্লা’। ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী এবং তাঁর সদ্যোজাত সন্তানকে আদরে ভরিয়েছেন অনুরাগীরা।
বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে এক সময়ে কম ঝড় যায়নি তাঁর জীবনে। তবে সমস্ত ঝামেলা ভুলে আবারও নতুন করে মায়ের ভূমিকায় তিনি। সদ্যই শেষ হয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। সেখানে মৌমিতার চরিত্রে অনুরাগীদের নজর কেড়েছিলেন তিনি। ধারাবাহিক শেষ হতেই মা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। গত ১৯ মার্চ পৃথিবীর আলো দেখেছে তাঁর সন্তান।