‘আমিই হত্যা করেছি…’ স্বামীকে খুনের কথা স্বীকার করে নিলেন সোনম
ট্রেন্ডিং: মেঘালয়ে রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় এবার চাঞ্চল্য়কর তথ্য়। স্বামীকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করে নিলেন সোনম রঘুবংশী। মধুচন্দ্রিমায় গিয়ে তার স্বামীকে খুন করেছেন তিনি। উত্তরপ্রদেশ থেকে ধৃত সোনমকে ট্রানজিট রিমান্ডে মেঘালয় নিয়ে এসেছে পুলিশ। আনা চ্ছে সোনমের প্রেমিক-সহ বাকি চার ধৃতকেও । সোনমের মেডিক্য়াল টেস্টের পর আজই আদালতে পেশ করা হবে তাঁকে। এরপর সোনমকে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করবে এসআইটি।
গোটা ভারতে তোলপাড় ফেলে দিয়েছে সোনম রঘুবংশীর কু-কীর্তি! এ তো হাসিমুখে খুন! সদ্য বিবাহের পর শিলং-এ মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন সোনমের স্বামী রাজা রঘুবংশী। এরপরই রহস্যজনকভাবে উধাও হয়ে যান স্ত্রী সোনম। এবার ধরা পড়েছেন স্ত্রী। আর তাতেই পরতে পরতে রহস্যের জট খুলছে। খুনের তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে।