‘প্রমোদতরীতে ভ্রমণে যাচ্ছে, কীসের অনটন?’ চারুর পোশাক-ব্যবসা নিয়ে সত্য ফাঁস সুস্মিতার ভাইয়ের!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আলোচনায় সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ চারু আসোপা। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে সম্প্রতি অনলাইনে পোশাক বিক্রি করেই নাকি অর্থ উপার্জন করছেন তিনি। এর আগে একটি সাক্ষাৎকারে চারু নিজেই জানিয়েছিলেন, মুম্বইতে জীবনযাপন তাঁর সামর্থের বাইরে হয়ে উঠেছে। সেই কারণেই মেয়েকে নিয়ে নিজের বাড়ি রাজস্থানের বিকানেরে ফিরে গিয়েছেন।
ননদ প্রাক্তন বিশ্বসুন্দরী। তাঁর ভ্রাতৃবধূ অভিনয় ছেড়ে পোশাক-ব্যবসায় মন দিয়েছেন, এই নিয়ে আলোচনা সর্বত্র। যদিও বিরূপ মন্তব্যকে কানে নিতে নারাজ চারু। কিন্তু চর্চা তো থেমে থাকার নয়। আলোচনা তীব্র হতেই এ বার সত্য ফাঁস করলেন চারুর প্রাক্তন স্বামী রাজীব সেন। তাঁর অভাব-অনটন নাকি নিছকই অভিনয়! সত্যিই কি তাই? সম্প্রতি একটি সমাজমাধ্যমে সুস্মিতা সেনের ভাই রাজীব বললেন, “নিজের টাকায় প্রমোদতরী (ক্রুজ ট্রিপ)-তে যাওয়ারও সামর্থ্য রয়েছে চারুর।”
এর আগে চারু নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, রাজীব চাইলেই তাঁর মেয়ের সঙ্গে দেখা করে যেতে পারেন বিকানেরে। এই প্রসঙ্গে রাজীব পাল্টা দাবি করে বলেন, “চারু তো আমাদের মেয়েকে আমার কাছ থেকে দূরে রাখতে ভাল পারে। কিন্তু আমার জিয়ানার জন্য খুব মন খারাপ করে। মাঝখান থেকে ও হারিয়ে ফেলছে সবকিছু। শেষ আমি ওর সঙ্গে দেখা করেছিলাম জানুয়ারি মাসে। হয় তো ওরও আমাকে খুব মনে পড়ে।”
তিনি আরও বলেন, “আমি যখন কর্মসূত্র দিল্লি গিয়েছিলাম, চারুকে ফোন করেছিলাম। মেয়ের সঙ্গে দেখা করতে পারি কিনা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু কোনও উত্তর পাইনি। এ দিকে চারু সব জায়গায় বলে বেড়াচ্ছে যে আমি চাইলেই মেয়ের সঙ্গে দেখা করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখন মনে হচ্ছে, আমার কোনও অধিকারই নেই নিজের মেয়েকে দেখার।”
পাশাপাশি, অভিনেত্রীর পোশাক-ব্যবসাকে কেন্দ্র করে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “চারু পরিশ্রম করে উপার্জন করছে, দেখে খুব ভাল লাগছে। কিন্তু ও প্রমোদতরীতে ভ্রমণের সামর্থ্য রাখে। ও কিন্তু এর আগে ওর ভাই এবং ভাইয়ের স্ত্রীকে নিয়ে প্রমোদতরীতে ভ্রমণ করতে গিয়েছিল। আর সেই সময়ে তিন জনের খরচ একাই দিয়েছিল চারু!”