মন্দির সংলগ্ন এলাকায় উদ্দাম মদ্যপান, পুলিশের হাতে আটক ওরি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আসলেই যেন তিনি ‘নেটপ্রভাবী’! অম্বানীদের বাড়ির বিয়ে হোক, অথবা বলিপাড়ার কোনও জমকালো অনুষ্ঠানের রাত, ওরির উপস্থিতি নজর কাড়বেই! এ বার তাঁকেই আটক করল জম্মু-কাশ্মীর পুলিশ। কিন্তু কেন?

বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপানের অভিযোগ রয়েছে ওরি-সহ তাঁর সাত বন্ধুর বিরুদ্ধে। সাত জন বন্ধু-সহ কাটরায় গিয়েছিলেন তিনি। হিন্দু ধর্মের পবিত্র স্থান হিসেবে মানা হয় সেই স্থানকে। সেখানে শুধু মদ্যপান কেন, আমিষ খাওয়াও নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করার অপরাধেই ওরির বিরুদ্ধে কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের তালিকায় ওরি ছাড়াও রয়েছেন দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং আরজামাস্কিনা।

এসএসপি রিয়াসি বলেন, “ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ লিপ্ত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এই বিষয়ে যথেষ্ট তৎপর প্রশাসন। ওরি-সহ বাকি অভিযুক্তদের কাছে পাঠানো হবে আইনি নোটিস।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *