স্তন ক্যানসারের স্টেজ ৩, তাতে কী! রমজানে কোথায় গেলেন হিনা?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শরীরে মারণরোগের বাসা। তবুও যেন অপরাজেয় হিনা খান। ক্যানসারকে তুড়ি মেরেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। অসুস্থতার মাঝেই রমজান মাসে মক্কায় তীর্থ করতে গেলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে নিজেই সেই সব মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

নিজের সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন হিনা। এই মুহূর্তে সৌদি আরবে তিনি। কেমন সেই অভিজ্ঞতা? হিনা লেখেন, ‘আলহমদোলিল্লাহ্‌, উমরাহ ২০২৫। আল্লাহ্‌, ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাক্‌রুদ্ধ।’ তবে হিনা একা নন, সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রীর ভাইও।

ভাল হোক বা খারাপ, সব ধরনের অভিজ্ঞতাই অভিনেত্রী ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। হিনার ক্যানসারের চিকিৎসা চলছে এখনও। প্রতি মুহূর্তে তাঁর আত্মত্যাগ এবং যন্ত্রণার সাক্ষী থেকেছেন তাঁর অনুরাগীরা। সদ্যই হিনা জানিয়েছিলেন কেমোথেরাপির পর তাঁর হাতে-পায়ের নখ উঠে যাওয়ার কথা।

সমালোচকদের উদ্দেশ্যে হিনা নিজেই লিখেছিলেন, ‘কেমোথেরাপির সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে একটি হল নখের বিবর্ণতা। আমার নখ ভঙ্গুর, শুষ্ক হয়ে গেছে এবং মাঝে মাঝে নখ আপনা থেকেই উঠে আসে। কিন্তু ভাল দিকটা কী জান, এই সবই সাময়িক। আর মনে রাখবেন আমি সুস্থ হয়ে উঠছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *