শুক্রবারের সন্ধেতেই কলকাতায় কিং খানের উপস্থিতি, দর্শকদের জন্য বাড়তি পরিষেবা

কলকাতায় মেগা টুর্নামেন্টের উদ্বোধন। কলকাতায় কলকাতায় কিং কোহলি আগেই এসেছেন। এবার এলেন কিং খান। আইপিএল উন্মাদনায় ফুটছে শহর কলকাতা। শাহরুখের উপস্থিতিতে সেটা আরও বাড়তি মাত্রা যোগ করল। শুক্রবার সন্ধেতেই কলকাতা বিমানবন্দরে নামেন শাহরুখ খান। কড়া নিরাপত্তাবেষ্টনীতে গাড়িতে ওঠার আগে ফ্লাইং কিস দেন কিং খান। ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ।এই ম্যাচেই উপস্থিত থাকবেন তিনি। উদ্বোধনী আসরও বসছে কলকাতায়। এবার পারফর্ম করছেন শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি ও করণ আউজলা। তবে এটার সঙ্গে আরও বড় চমক থাকতে পারে। আর তা হচ্ছে শাহরুখ খানের পারফরম্যান্স। জানা গিয়েছে, উদ্বোধনী ম্যাচ সঞ্চালনা করবেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। আর তা হলে, বাড়তি পাওনায় উদ্বোধনী অনুষ্ঠান জমে যাবে। আইপিএলের উদ্বোধনের আসরে আসার কথা আইসিসি চেয়ারম্যান জয় শাহের। কেকেআরের অন্যতম কর্ণধার জুহি চাওলারও আসার কথা। বরাবরের মতো কেকেআরের প্রথম ম্যাচের আগে কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা তাঁর।

ঝড়-বৃষ্টি বা কালবৈশাখীর অশনি সংকেত থাকলেও, ইডেন যে হাউজফুল থাকবে তা টিকিটের হাহাকারের বোঝা গেছে।সমর্থকদের বাড়ি ফেরার দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার অতিরিক্ত মেট্রো চলবে। রাত ১২টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছাড়বে। একই সময়ে এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো চলবে। অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার মেট্রোও একই সময়ে ছাড়বে। এই দুই লাইনে যাত্রা পথের সব স্টেশনেই দাঁড়াবে মেট্রো। এসপ্ল্যানেড স্টেশনে টিকিটের জন্য কাউন্টারও খোলা থাকবে বলে জানা গিয়েছে। তবে এই পরিষেবার জন্য মূল ভাড়ার সঙ্গে ১০ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে যাত্রীদের। পাশাপাশি কলকাতায় আইপিএলের ম্যাচের দিনগুলিতে যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলও। প্রিন্সেপ ঘাট থেকে রাত ১১.৫০ মিনিটে বিশেষ ট্রেন ছাড়বে। ট্রেনটি বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ। এছাড়া বিবাদী বাগ থেকে রাত ১২টা নাগাদ একটি ট্রেন ছাড়বে। সেটি বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিট নাগাদ। আবার হাওড়া বিভাগের পক্ষ থেকে একটি লোকাল ট্রেনের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে। ম্যাচের দিনগুলোতে হাওড়া বিভাগের ৩৭২৯১ নম্বর হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটির সময়সূচি নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে । ফলে, ম্যাচের দিনগুলিতে এই ট্রেনটি রাত ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে।