আইএসএল ফাইনালের টিকিট বিক্রি শুরু হতেই শেষ, অনলাইনেই ‘সোল্ড আউট’, কীভাবে পাবেন টিকিট!

0

স্পোর্টস ডেস্ক: চাহিদা তুঙ্গে। আর তার জেরেই অনলাইনে টিকিট বিক্রির আধঘণ্টার মধ্যেই টিকিট শেষ।আগামী শনিবার আইএসএল ফাইনালে সবুজ মেরুন ব্রিগেড মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এফসির। এই বহু প্রতীক্ষিত ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে বুধবার বিকেল থেকেই। আর শুরু হতেই শেষ ২০০ ও ৩০০ টাকার টিকিট। শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাচ্ছে টিকিট। বুক করতে হবে BookMyShow-এর মাধ্যমে। ভক্তরা টিকিট বুক করতে পারবেন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে। টিকিটের দাম ১৫০ টাকা থেকে শুরু। সেই টিকিটও শেষ হওয়ার দিকে। বেঙ্গালুরুর সমর্থকদের জন্য থাকছে আলাদা গ্যালারি, Stand A2 Right। এই গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। তবে জানা গেছে, আরও টিকিট ছাড়া হবে।


গতবার শিল্ড জেতার পরেও নক আউট ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গিয়েছিল সবুজ মেরুন বাহিনী। এবার ফের আইএসএলের ইতিহাসে জোড়া খেতাব জয়ের সুযোগ এসে গিয়েছে তাদের সামনে। যা হবে ২০২২–২৩ আইএসএল ফাইনালের পুনরাবৃত্তি। শনিবারের ম্যাচ ঘিরে পারদ চড়ছে। কারণ, ফাইনাল হবে যুবভারতীতেই। অন্যদিকে, এফসি গোয়াকে হারিয়ে ফাইনাল খেলতে নামছেন সুনীলরা। সেমিফাইনালের দুটি লেগ মিলিয়ে এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসির মধ্যে গোলের ব্যবধান ছিল ৩-২। অপরদিকে, মোহনবাগান প্রথম লেগে জামশেদপুর এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত হয়। কিন্তু দ্বিতীয় লেগে ঘরের মাঠে বাজিমাৎ করে সবুজ মেরুন ব্রিগেড। জামশেদপুরের বিরুদ্ধে ঘরের মাঠে কামব্যাক করে আত্মবিশ্বাসী মোলিনা ব্রিগেড।

সুনীল ছেত্রীর দল নিয়ে মোলিনা বলেন, ‘ওরা সত্যিই ভাল দল। তাই ম্যাচটা সহজ হবে না। তবে আমি সব সময় একই কথা বলি—আমার দলের ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে। আমি তাদের ওপর আস্থা রাখি। তারা যে ভাবে কাজ করছে, আমরা সবাই মিলে যেভাবে কাজ করছি, তার ওপর যথেষ্ট আস্থা আছে। আশা করি, আমাদের আর একটা দারুণ রাত আসতে চলেছে এবং আমরা আরেকটি ট্রফি জিততে পারব। তবে আমাদের ছেলেদের জেতার ও গোল করার ইচ্ছা থাকতে হবে। এটা গোল করাকে কঠিন করে তোলে, কিন্তু জয় পাওয়াকে সহজ করে তোলে’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *