‘এর ক্যানসার যেন শেষই হচ্ছে না’ হিনাকে ফের বিঁধলেন রোজলিন

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হিনার ক্যানসার নাকি নিছকই প্রচারকৌশল! কিছুদিন আগে অভিনেত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। চিকিৎসার প্রতি মুহূর্তের ছবি অভিনেত্রী ভাগ করে নেন তাঁর অনুরাগীদের সঙ্গে। তবে সেই সবই নাকি প্রচারের আলোয় থাকার জন্য! এমন বিস্ফোরক দাবি করার পর হুমকির মুখেও পড়েছিলেন তিনি। রোজলিন খান নিজেও ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছিলেন। হুমকির পর আবারও অভিনেত্রীকে একহাত নিলেন তিনি। তবে এ বারে হিনাকে উহ্য রেখে।

সমাজমাধ্যমে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, ‘ওর তো ক্যানসার শেষ হওয়ার নামই নিচ্ছে না। ৯ মাস ধরে কেবল একই খবর। কেউ ওকে পদ্মশ্রী দিয়ে দাও। ‘পৃথিবীর সব থেকে বড় ক্যানসার! মিডিয়াকর্মীদেরও বলছি একটু নিঃশ্বাস নিন।’ হিনাকে ঘিরে কটাক্ষ করায় একাধিক বিরূপ মন্তব্যের শিকার হয়েছিলেন রোজলিন। সেই বিষয়টিকেই প্রসঙ্গ করে অভিনেত্রী আরও লেখেন, ‘মিথ্যের বিরুদ্ধে সরব হলেই অপমানিত হতে হবে। কটাক্ষ ধেয়ে আসবে। গালিগালাজ করা হবে।’

যদিও এই সবকিছুতে কান দিতে নারাজ হিনা। এই মুহূর্তে সৌদি আরবে তিনি। কেমন সেই অভিজ্ঞতা? হিনা লেখেন, ‘আলহমদোলিল্লাহ্‌, উমরাহ ২০২৫। আল্লাহ্‌, ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। আমি বাক্‌রুদ্ধ।’ তবে হিনা একা নন, সঙ্গে গিয়েছিলেন অভিনেত্রীর ভাইও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *