দিল্লিতে অক্ষরের সহকারী হলেন অভিজ্ঞ প্রোটিয়া ব্যাটার, নাম নেই কোথাও রাহুলের

0

স্পোর্টস ডেস্ক: অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন। আর তার সহকারী হিসেবে বেছে নেওয়া হল দক্ষিণ আফ্রিকার সুপারস্টারকে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিকে আইপিএলের ১৮তম সংস্করণের জন্য দলের সহঅধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। গতবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ডু’প্লেসি। কিন্তু ট্রফি জোটেনি তাঁরও। তাই তাঁকেও ছেড়ে দেয় বেঙ্গালুরু। জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের নিলামে প্রথম দিনে কোনও দলই ফাফকে কেনার আগ্রহ দেখায়নি।

কিন্তু পরের দিন নিলাম থেকে এই প্রোটিয়া ব্যাটারকে ২ কোটি টাকায় দলে নেয় দিল্লি। যদিও দিল্লি ক্যাপিটালসের একাদশে ফাফ ডু প্লেসি নিয়মিত সুযোগ পাবেন কিনা, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। দিল্লি ক্যাপিটালস সমাজ মাধ্যমে এক ভিডিও আপলোড করেছে। তাতে ডু’প্লেসিকে ফোনে কাউকে বলতে শোনা যাচ্ছে, ‘হ্যালো, আমি ভাল আছি। এখন নিজের ঘরেই আছি। এটাই সত্যি যে আমিই দিল্লি ক্যাপিটালসের নতুন মরসুমের সহ অধিনায়ক। এই দায়িত্ব পেয়ে আমি ভীষণ উত্তেজিত।’ তবে অক্ষরকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী বলেছেন, ‘গত দুই আসরে অক্ষর আমাদের সহ-অধিনায়ক ছিলেন। এই সিদ্ধান্ত নেতা হিসাবে অগ্রাধিকার পাবেই। অক্ষরের প্রতি আমাদের কোচিং স্টাফসহ দলের সবার আস্থা রয়েছে। অক্ষরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন।’ ২০১৯ সাল থেকে অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ।

ঋষভ পন্থ লখনউতে যাওয়ার পর অধিনায়ক কে হবেন তা নিয়ে দিল্লিতে জল্পনা তৈরি হয়েছিল। কেএল রাহুলকে এবার দিল্লি দলে নেওয়ায় মনে করা হয়েছিল তাঁকেই অধিনায়ক করা হবে। কিন্তু অধিনায়ক তো দূর অস্ত, সহ অধিনায়কও করেনি দিল্লি ক্যাপিটালস। দিল্লি শুধু ক্রিকেটারদের মধ্যেই বদল আনেনি, কোচিং স্টাফেও আমূল পরিবর্তন করেছে। দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফেও বদল এসেছে। ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন বেণুগোপাল রাও। হেড কোচ হেমাঙ্গ বাদানি। সহকারী কোচ ম্যাথু মট। কেভিন পিটারসেনকে করা হয়েছে মেন্টর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *