‘আমি আর পৃথা আলাদা হয়েছি, ধামাচাপা দিচ্ছিলাম’, বিচ্ছেদেই সিলমোহর সুদীপ মুখোপাধ্যায়ের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত শনিবার রাত থেকেই অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পীর একটি ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় সমাজমাধ্যম। ফেসবুকে পোস্ট করে পৃথা জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি এবং সুদীপ। তারপর থেকেই নানা মন্তব্য ধেয়ে এসেছে তারকাজুটির উদ্দেশে। বিতর্ক বাড়তেই মুখ খুলেছিলেন অভিনেতা।

পরের দিন সকালে, অর্থাৎ রবিবার একটি ভিডিয়ো পোস্ট করেন সুদীপ। যেখানে বিচ্ছেদের খবরকে এক প্রকার উড়িয়ে দিয়েই বলেন, সবটাই নাকি ‘প্র্যাঙ্ক’ ছিল। সত্যিই কি তাই? অভিনেতার পোস্ট ঘিরে ধেয়ে আসে কটাক্ষ। নেটিজেনদের একাংশের মতে, বিবাহবিচ্ছেদের মতো বিষয়কে কেন্দ্র করে ‘প্র্যাঙ্ক’ মোটেই ভাল বিষয় নয়। এরই মাঝে আডিশনের কাছে আসে অভিনেতার বিবাহবিচ্ছেদের জন্য দাখিল হওয়া একটি পিটিশনের পত্র। সমাজমাধ্যমে এটি পোস্ট করেছিলেন এক নেটিজেন। যদিও এর সত্যতা যাচাই করেনি আডিশন।

সোমবার রাত হতেই যেন বোমা ফাটালেন অভিনেতা। কোনও ‘প্র্যাঙ্ক’ নয়, বিচ্ছেদই হয়েছে তাঁর এবং পৃথার। সমাজমাধ্যমে ধোঁয়াশা উড়িয়ে, সিলমোহর বসিয়ে সুদীপ লেখেন, ‘এটাই সত্যি যে আমি আর পৃথা বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছি। কিন্তু এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আমি সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে নিয়ে আসতে চাইনি। তাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলাম। কারণ নেটিজেনদের বিতর্কে পৃথার ক্ষতি। আমি সেটার নিন্দা করেছি। ও আমার সন্তানের মা। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। আমরা আমাদের বন্ধুত্ব বজায় রাখব। কিন্তু আমি বিষয়টিকে ব্যক্তিগত জায়গাতেই রাখতে চাইছি।’