‘খুঁজলে পাবে, সোনায় লেখা ইতিহাসে… ‘ পরের মরশুমে কি বাগানে থাকবেন মোলিনা?
স্পোর্টস ডেস্ক: সত্যি, সোনায় মোড়া ইতিহাস।
গত ১০ বছরে মোহনবাগানের তাঁবুতে ঢুকেছে দুটো আই লিগ, একটা ফেড কাপ, একটা ডুরান্ড কাপ, দুটো আইএসএল কাপ ট্রফি, দুটো আইএসএল লিগ শিল্ড, একটা কলকাতা লিগ। আর কোনও ক্লাবের এত সাফল্য আছে কিনা সন্দেহ! এবারেও দ্বিমুকুট জয়। আইএসএল শিল্ডের পরে এবার কাপ। এই মাইলফলক প্রতিষ্ঠা করার পর ড্রেসিংরুমে সেলিব্রেশন সেরে এসে মোলিনা বলেন, ‘কোচিং জীবনে এটাই আমার সেরা সময় কি না জানি না। প্রতিদিনই আমি শিখি, কোচ হিসেবে নিজেক উন্নত করে তোলার চেষ্টা করি। তবে আমি আশা করি, ভবিষ্যতে আরও ভাল কোচ হয়ে উঠতে পারব, আরও ভাল সাফল্য অর্জন করব। জানি না আমার কোচিংয়ে এটাই সবচেয়ে দাপুটে দল কি না। আমি হংকংয়ে ছিলাম এক বছর। সেখানে তিনটি ট্রফি জিতেছিলাম। আসলে আমি সব কিছুর মধ্যে তুলনা করি না। হলেও কিছু আসে যায় না। তবে আইএসএল শিল্ড ও কাপ জয় অবশ্যই বড় সাফল্য’। পরের মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ থাকছেন কি না, জানতে চাইলে বলেন, ‘শিল্ড জেতার পরেই আমি বলেছিলাম ক্লাবের সঙ্গে আমার এক বছরের চুক্তি রয়েছে। কিন্তু যদি শিল্ড বা কাপ জিতি, তা হলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে। এখন আমাকে ম্যানেজমেন্টের সঙ্গে বসতে হবে। তারা যদি আমাকে থেকে যেতে বলে, থাকব। না চাইলে থাকব না’।

তবে পরের মরশুম যে আরও কঠিন হতে চলেছে, এই নিয়ে তিনি নিশ্চিত। মোলিনা বলেন, ‘পরের মরশুম আরও কঠিন হবে। তবে যদি থাকি সমর্থকদের খুশি করার জন্য তো যা করা দরকার, করতেই হবে।’ মোহনবাগানের এই জয়ে খুশি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার দল মোহনবাগানের জন্য আমরা গর্বিত। ফের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন। তোমাদের এই জয়কে কুর্নিশ। আমরা তোমাদের জন্য গর্বিত।’ অন্যদিকে মোহনবাগানের সাফল্যে খুশি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তিনি লিখেছেন, ‘বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এক অপূর্ব রাত। সবুজ-মেরুন ফুটবলারদের হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। ঐতিহাসিক জয়ের জন্য কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট ও যারা দলের সঙ্গে যুক্ত ছিলেন, সকলকে শুভেচ্ছা। আপনারা বাংলার লক্ষ লক্ষ সমর্থকদের চিরকালীন আনন্দ করার মতো এক রাত উপহার দিলেন।’
একনজরে দেখে নিন এবারের আইএসএলে কে কোন পুরস্কার পেলেন-
•সেরা গ্রাসরুট প্রোগ্রাম: জামশেদপুর এফসি
•সেরা এলিট ইয়ুথ প্রোগ্রাম: পাঞ্জাব এফসি
•গোল্ডেন গ্লাভ: বিশাল কাইথ (মোহনবাগান সুপার জায়ান্ট)
•গোল্ডেন বুট: আলাউদ্দিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড এফসি)
•গোল্ডেন বল: আলাউদ্দিন আজারেই (নর্থইস্ট ইউনাইটেড এফসি)
•উদীয়মান খেলোয়াড়: ব্রিসন ফার্নান্দেস (এফসি গোয়া)