দিল্লির জয়যাত্রা থামিয়ে দিল মুম্বই, ব্যর্থ করুণ নায়ারের লড়াই

0

স্পোর্টস ডেস্ক: অবশেষে দিল্লির জয়যাত্রা থামাল মুম্বই। হার্দিকদের ৫ উইকেটে ২০৫ রানের জবাবে ঘরের মাঠে ১৯৩ রানে গুটিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। মুম্বই জয়ে পেল ১২ রানে। দিল্লির বিরুদ্ধে ম্যাচেও বড় রান পেতে ব্যর্থ হিটম্যান। ১২ বলে ১৮ রান করেই আউট হন রোহিত শর্মা। আর এক ওপেনার রিকেলটন করেন ২৫ বলে ৪১ রান। সূর্যকুমার যাদব ২৮ বলে ৪০ করে ফেরেন।

তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং দুটি ছক্কা। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নেমেই ২ রান করে আউট হন। এরপর তিলক বর্মা এবং নমন ধীর মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। তিলক বর্মাও হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে আউট হলেন তিলক। তাঁর ইনিংসে ছিল ৬ চার এবং ৩ ছক্কা। নমন ধীর ১৭ বলে ৩৮ রান করেন। এই দৌলতেই মুম্বই পেরোয় দুশো রানের গণ্ডি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ০ রান করেই আউট হন।

এরপর দিল্লির ব্যাটিংয়ের হাল ধরেন অভিষেক পোড়েল এবং পরিবর্ত হিসাবে নামা করুণ নায়ার। এই জুটি ওঠে ১১৯ রান। অভিষেক ফেরেন ৩৩ করে। নায়ার করেন ৪০ বলে ৮৯ রান।  কেএল রাহুল এদিন রান পাননি। ১৩ বলে ১৫ রান করেন। অক্ষর প্যাটেলও রান পাননি। তিনি ফেরেন ৯ রানে। ট্রিস্টান স্টাবসও ১ রান করে আউট হন। শেষ দুই ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ রানের। আশুতোষ শর্মা ১৭ রানে আউট হতেই সব আশা শেষ। ১৯৩ রানে অল আউট হয়ে যায় দিল্লি। এই জয়ে ৬ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে ৭ নম্বরে রইল। দিল্লি ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রইল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *