আবার বছর পঁচিশ পর সৌরভের যন্ত্রণা কি ঘোচাতে পারবেন রোহিত!

0

সৌরভ গাঙ্গুলী পারেননি। ২৫ বছর পর সেই প্রতিশোধ নিতে পারবেন রোহিত শর্মা! আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল। রোহিতের ক্যাপ্টেন্সি লাক আর বিরাট কোহলির ফর্মের দিকেই তাকিয়ে ১৪০ কোটির দেশ। দুবাইয়ে খেতাব জয়ের ম্যাচে খেলতে নামছে ভারত এবং নিউজিল্যান্ড। ২৫ বছর পরে ফের ফাইনালে মুখোমুখি দুই দল। একই টুর্নামেন্ট। ২০০০ সালে সৌরভের ভারতকে হারিয়ে সে’সময়ের আইসিসি নকআউট জিতেছিল স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড এবারেও যে দুরন্ত ফর্মে তা জানান দিয়েছে পাকিস্তানের মাটিতে রেকর্ড রান গড়ে। কিন্তু ফাইনাল যে দুবাইতে। যেখানে রান ওঠে ধীরগতিতে। থাকে পদে পদে ঘূর্ণির বিপদ। ফাঁদে পড়লেই শেষ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই একবার ভারত–নিউজিল্যান্ডের দেখা হয়েছে। কিউয়িরা বুমেরাং হয়ে যায় বরুণ চক্রবর্তীর স্পিনে। মাত্র ৩টি ওয়ানডে খেলা এই স্পিনারই ফাইনালে রোহিতের তুরুপের তাস হতে পারেন। যাকে আটকাতে রীতিমতো শেষদিনেও ক্লাস করেছে কিউয়িরা। ভারতের কো-রো জুটি থাকলে ওদেরও রয়েছে রাচিন-উইলিয়ামসন জুটি। দারুণ ফর্মে দু’ জনেই। তবে ভারত এসব ভাবছে না। কারণ ভারত এই টুর্নামেন্টে অপরাজিত। গত টি২০ বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনও ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দুবাইয়ে এগিয়ে থেকেই শুরু করবে ভারত। তার কারণ ব্যাটসম্যানদের রানে থাকা আর স্পিনারদের সময়মতো জ্বলে ওঠা পারফরম্যান্সের কারণেও। শেষ দুই ম্যাচে ভারত বরুণ চক্রবর্তীকে দলে অন্তর্ভুক্ত করে চার স্পিনার নিয়ে খেলেছে ভারত। তবে ফাইনাল ম্যাচেও একই কম্বিনেশনে খেলার সম্ভবনাই বেশি ভারতের। ফাইনালের আগে ভারত তাই আত্মবিশ্বাসী। ফুরফুরে মেজাজে রোহিত- কোহলিরা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল  হাইভোল্টেজ ফাইনালও হবে সেটাতেই। যেখানে ভারতের সামনে সুযোগ দু’বছরে টানা দু’টি আইসিসি ট্রফিজয়ের। শুভমন গিল বলেছেন, একবার একটা ট্রফি পেলে পরেরবার আরও একটা জেতার জন্য মরিয়া ভাব থাকে। আমাদের মধ্যেও সেইভাবটা আছে। অন্যদিকে কিউয়িদের সামনে সুযোগ আড়াই দশকের অপেক্ষার অবসান ঘটানো। মিচেল স্যান্টনার বলেন, কিছুদিন আগে এখানেই ভারতের বিরুদ্ধে খেলেছিলাম। সেই অভিজ্ঞতা নিশ্চিতভাবেই কাজে লাগবে। বিশেষ করে এখানকার পরিবেশ, পরিস্থিতি বোঝার ক্ষেত্রে। তবে এবার নকআউট ম্যাচ। যারা ম্যাচের দিন সব বিভাগে ভালো খেলবে, ট্রফি তাদেরই। ফলে দু’দলের কাছেই বড় চ্যালেঞ্জ থাকছেই।  

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *