মুম্বইয়ের আনলাকি থার্টিন, রোহিত শূন্যের রেকর্ড, মাঠে নামলেন ধোনি
স্পোর্টস ডেস্ক: হল না, হল না। এবারেও হল না। প্রথম ম্যাচে হার। যেন এটাই নিয়ম করে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারেও তারকাখচিত দলের ব্যতিক্রম হল না। টানা ১৩ মরসুম নিজেদের প্রথম ম্যাচে হারল মুম্বইকররা। জিতল চেন্নাই সুপার কিংস। উদ্বোধনের পরদিনই ছিল আইপিএলের এল ক্লাসিকো। মুম্বই বনাম চেন্নাই। আইপিএলের সফলতম দুই দল। যে দুই দলে আবার দুই বিশ্বজয়ী অধিনায়কও শামিল। ধুন্ধুমার লড়াই। তাতে ৫ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল চেন্নাই সুপার কিংস। সূর্যকুমারের মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে।

এমনিতে তারকাখচিত দল হলেও প্রথম ম্যাচে কমজোরি হয়েই নামতে হয়। বুমরাহও নেই, হার্দিকও নেই। বড় ধাক্কাতেই শুরু হয় মুম্বই ইনিংস। চতুর্থ বলে স্কোর কার্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান রোহিত শর্মা। ৪ বলে শূন্য রান করা ভারতের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক অদ্ভুত রেকর্ডই করে ফেললেন। আইপিএলে ১৮তম শূন্যের দেখা পেলেন রোহিত। আইপিএলে যা যৌথভাবে রেকর্ড। দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন। মুম্বইয়ের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ৩১ রান করেন তিলক বর্মা। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান (২৬ বল)। জবাবে চেন্নাইকে জয়ের ভিত গড়ে দেন দু’জন। একজন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় অন্যজন রাচিন রবীন্দ্র।

২৬ বলে ৫৩ রান করেন অধিনায়ক গায়কোয়াড়। অন্যদিকে কিউয়ি ব্যাটার ৪৫ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন। বাকিরা তেমন রান পাননি। তাতে অবশ্য ততটা চাপ হয়নি। জাদেজা ১৮ বলে ১৭ রানে ফেরেন। এরপরই দর্শকদের তুমুল চিৎকারের মধ্য দিয়ে ব্যাটিংয়ে নামেন ধোনি। কিন্তু রানের খাতা খুলতেই হয়নি। খেলেন ২ বল। এই দুই দলের শেষ সাতবারের দেখায় ৬টাতেই জিতল চেন্নাই। স্পিন সহায়ক উইকেটে চেন্নাইয়ের নায়ক নুর। নিলামে ১০ কোটি টাকাতে দলে নেওয়া স্পিনার ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। হজম করেননি কোনো বাউন্ডারি। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতেই।