‘বাংলা যেন আরও একটা কাশ্মীর না হয়ে যায়’, পয়লা বৈশাখে মা কালীর কাছে প্রার্থনা বিবেকের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলার জন্য বরাবরই গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। এর আগে আরজি-কর কাণ্ডের সময়তেও প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন তিনি। বাংলার নতুন বছরের শুরুতে বাংলার জন্যেই প্রার্থনা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর। এ দিন দেবী কালীর কাছে তাঁর প্রার্থনা, ‘বাংলা যেন কাশ্মীর না হয়ে যায়’!
বরাবরই জনতার দৃষ্টি আকর্ষণ করে থাকে বিবেকের ছবি। এ বার ‘দ্য দিল্লি ফাইল্স: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে ব্যস্ত তিনি। ছবিতে বাংলার নৈরাজ্যকেও নাকি ফুটিয়ে তুলবেন পরিচালক। এই ছবির সেট থেকেই ছবি ভাগ করেছেন বিবেক।
মা কালীর পায়ের সামনে বসে রয়েছেন পরিচালক। ক্যাপশনে লেখা, ‘এই পয়লা বৈশাখে মা কালীর কাছে প্রার্থনা করছি, বাংলায় আবার শান্তি ফিরে আসুক। রাজ্যের তরুণ প্রজন্ম জেগে উঠুক সাহসের সঙ্গে। বাংলা যেন আরও একটি কাশ্মীর না হয়ে যায়। জয় মা কালী। শুভ নববর্ষ।’