নিরাপদ হয় ভারতীয় বিমানসংস্থা? চিন্তায় দেশের পর্যটকেরা, টিকিটমূল্যের নিরিখে তালিকায় কত নম্বরে এই দেশ?
দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে সাধারণত নিরাপদ যাত্রার জন্য একাংশ মানুষের প্রথম পছন্দ বিমানই। কেবল তা-ই নয়, ব্যাঙ্ক ব্যালেন্স সায় দিলে সময় কম খরচ করতে বিমান বেছে নেন দেশের একাংশ। তবে জানেন কি, এই বিষয়টির সঙ্গে কোনও ভারতীয় সহমত পোষণ করলে কিছুটা বোকামিই করা হবে বইকি!
পরিসংখ্যান বলছে, পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং সুরক্ষিত বিমান সংস্থার তালিকার একদম নিম্নেও স্থান হয়নি ভারতের। এমন কোনও ভারতীয় বিমান সংস্থা নেই যা ‘নিরাপদ’! কপালে চিন্তার ভাঁজ পড়লেও এটাই সত্যিই। পুরো বিষয়টা খোলসা করেই বলা যাক।
প্রতি বছর, এয়ারলাইন বিশেষজ্ঞদের একটি দল বিশ্বজুড়ে প্রায় ৪০০ এয়ারলাইন্সের নিরাপত্তা পরীক্ষা করে। গত দুই বছরের কোনও বড় দুর্ঘটনা, মোট ঘটনার সংখ্যা, সরকারি প্রতিবেদন, বিমানের বয়স ও সংখ্যা, পাইলট প্রশিক্ষণের স্তর এবং বিমান সংস্থার আর্থিক অবস্থার মতো বেশ কয়েকটি বিষয়কে কেন্দ্র করে চলে এই মূল্যায়ন। আর তার ভিত্তিতেই নির্ধারণ করা হয়, নিরাপত্তার ভিত্তিতে কোন বিমানসংস্থা এগিয়ে, কোনটি পিছিয়ে। চিন্তার বিষয় হল, সেই তালিকায় নেই ভারতীয় কোনও বিমান সংস্থা। এখানেই প্রশ্ন উঠছে, বিমানে ভ্রমণ করার সময় যাত্রীরা আদৌ নিরাপদ তো?
যদিও বিশ্বের সবচেয়ে কম খরচের এয়ারলাইনগুলির তালিকায় ১৯ নম্বর স্থানে রয়েছে ভারতের বৃহত্তম এয়ারলাইন ‘ইন্ডিগো’। ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এই বছরে শীর্ষে থাকা ২৫টি ব্যয়সাপেক্ষ বিমান সংস্থার মধ্যে পাঁচটি স্থানই দখল করে রয়েছে মার্কিন বিমান সংস্থা। যেমন পঞ্চম স্থানে রয়েছে ‘ফ্রন্টিয়ার’। নবম স্থানে ‘সাউথওয়েস্ট’। একই সঙ্গে টেক্কা দিচ্ছে ১৫তম স্থানে থাকা ‘সান কান্ট্রি’। অন্যদিকে রয়েছে ‘জেটব্লু’ (১৭ তম স্থান) এবং ‘অ্যালেজিয়েন্ট এয়ার’ (২১ তম স্থান)। মজার বিষয় হল, ২০২৪ সালে সেই তালিকা থেকে ছিটকে যায় ‘অ্যালেজিয়েন্ট এয়ার’। যার আবারও প্রত্যাবর্তন ঘটেছে নতুন বছরে।