‘গাড়ি রাখতে পারো, ড্রাইভার নয়? সব কাজের অধিকার কেড়ে শাস্তি দেওয়া হোক’, ক্ষুব্ধ রাহুল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত দু’দিন ধরে সমাজমাধ্যমে একটাই নাম, ‘ঠাকুরপুকুর কেস’। রবিবার সকালে ঠাকুরপুকুর এলাকার ব্যস্ত বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম হন ছ’জন। হাসপাতালে মৃত্যু হয় একজনের। ওই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাস। গাড়িতে ছিলেন ঋতুপর্ণা সেন (ঋ) এবং সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। তারপর থেকেই তোলপাড় নেটমাধ্যম। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টোর বিরুদ্ধে।
ইতিমধ্যেই এই বিষয়টিকে ঘিরে ক্ষোভের আঁচ ছড়িয়েছে টলিপাড়ার অন্দরমহলেও। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে রূপাঞ্জনা মৈত্র, সমাজমাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অনেকেই। এ বার ক্ষোভ উগরে দিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এর আগে এই ঘটনা পর ইউটিউবার স্যান্ডি সাহার সঙ্গে যোগাযোগ করেছিল আডিশন। তিনি জানিয়েছিলেন, শনিবার গভীর রাত পর্যন্ত শ্রিয়া বা সিদ্ধান্তের সঙ্গেই পার্টিতে মগ্ন ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন ওরফে ঋ এবং স্যান্ডি সাহা।
কিন্তু দুর্ঘটনা ঘটার সময় সেই গাড়িতে ছিলেন আরিয়ান এবং স্যান্ডি। তাঁদেরকে দুষেও রাহুল লেখেন, ‘বাহ্ কী সুন্দর না? মানসিক ট্রমা? আরে তোরা এতো বড় বড় কথা বলিস সামান্য নাগরিক ধারণা নেই একজন মাতালের স্টিয়ারিং এ বসবো না? যাঁর বাড়িতে শেষে মিটিং করে মদ খাওয়া হয় তার দায় নেই এই মাতালদের বাইরে ছাড়ার? গাড়ি রাখতে পারো আর পার্টির দিন ড্রাইভার রাখতে পারো না? এদের সবরকম কার্ড কাজের অধিকার নিয়ে নেওয়া হোক…আর আইনের সব রাস্তা যেন খোলা থাকে শাস্তি দেওয়ার।’