ইতিহাসে সবুজ মেরুন, অতিরিক্ত সময়ে ম্যাকলারেনের গোলে মোহনবাগানের ‘দ্বি-মুকুট’

জোড়া ট্রফি জয়। লিগ শিল্ডের রঙ সবুজ মেরুন। আইএসএল ট্রফির রঙও সবুজ মেরুন। একটাই ক্লাব, একটাই দল, গোটা ভারতে ইতিহাস গড়ে রাজ শুরু করল। যে নজির নেই অন্য কোনও ক্লাবের। ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারিয়ে জয়ের উচ্ছ্বাসে ভাসল ৬০ হাজারের স্টেডিয়াম। খেলায় পিছিয়ে পড়েও ঘরের মাঠে জয় পেল মোহনবাগান। গোলের সৌজন্যে দুই বিদেশি। জেসন কামিন্স দলকে সমতায় ফেরান। ম্যাকলারেন অতিরিক্ত সময়ে জয়ের মুখ দেখায়। আইএসএলের মেগা ফাইনালে টানটান উত্তেজনা। মোহনবাগান বনাম বেঙ্গালউরুর লড়াইয়ে ছিল পরতে পরতে রোমাঞ্চ। প্রথমার্ধে গোলশূন্য শেষ হলেও, দ্বিতীয়ার্ধ একেবারে জমে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় সবুজ মেরুন ব্রিগেড। আত্মঘাতী গোল করে বসেন আলবার্তো রদ্রিগেজ। ডানদিক থেকে ক্রস তুলেছিলেন উইলিয়ামসন। কিন্তু বল বিপন্মুক্ত করতে গিয়ে নিজের জালেই জড়িয়ে দেন মোহনবাগানের ডিফেন্ডার। কিছুই করার ছিল না বিশালের। মোহনবাগান পিছিয়ে যায় ০-১ গোলে। এরপরই আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। সাফল্যও আসে। ম্যাচের পেনাল্টি পায় মোহনবাগান। বক্সের বাঁদিক থেকে ক্রস ভাসিয়েছিলেন কামিন্স। ফ্লিক করার চেষ্টা করেন ম্যাকলারেন। কিন্তু তা বেঙ্গালউরুর ডিফেন্ডার চিংলেন সানার হাতে লাগে। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কামিন্স, সমতা ফেরাল মোহনবাগান। তাঁর বাঁ পায়ের মাটি ঘেঁষা শট জালে জড়িয়ে যায়। ঠিক দিকে ঝাঁপ দিয়েও নাগাল পাননি গুরপ্রীত। আর মোহনবাগান সমতা ফেরাতেই উল্লাসে ফেটে পড়ল প্রায় ষাট হাজারের যুবভারতী। নির্ধারিত সময় ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়ে আরও উত্তেজনা। চেষ্টা চলে দু’দলেরই মরণকামড় দেওয়ার। ৯৫ মিনিটে ফের সবুজ মেরুন উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। স্টুয়ার্টের নির্বিষ বল পৌঁছয় বেঙ্গালুরুর বক্সে। কিন্তু সেটা ক্লিয়ার করতে পারেননি চিংলেন সানা। সেই সুযোগ গুরপ্রীতের পায়ের ফাঁকা দিয়ে জালে জড়িয়ে দিলেন ম্যাকলারেন। এরপর বিশাল কাইথের কড়া প্রহরায় আর গোল শোধ করতে পারেনি বেঙ্গালুরু। ফের ৬০ হাজারের ওপর সমর্থকের গর্জনে কেঁপে ওঠে আকাশ-বাতাস। টানা দু’বার লিগশিল্ড জিতে ইতিহাস সৃষ্টি করার পর সবুজ-মেরুন ব্রিগেড ছুঁয়ে ফেলল ঐতিহাসিক মাইলফলক। একই মরসুমে জোড়াখেতাব, যা আইএসএলের ১০ মরসুমে কেউ করে দেখাতে পারেনি।